
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিভক্তি চাই না। রোহিঙ্গা সঙ্কট নিরসনে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। তাই সরকার ও সংশ্লিষ্টদের বলতে চাই, আসুন পরস্পর কাদা ছোঁড়াছুঁড়ি না করে, বিশাল এ সমস্যা একসঙ্গে মোকাবিলা করি।’
রবিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ভয়াবহ এ পরিস্থিতিতে সরকারের উচিত ছিল সব রাজনৈতিক দল ও পেশাজীবীদের নিয়ে সঙ্কট সমাধানে জাতীয় ঐক্য সৃষ্টি করা। কিন্তু তারা তা না করে অন্যায়ভাবে বিএনপির ত্রাণ কাজে বাধা দিয়েছে। এটা প্রমাণ করে, সরকারের পক্ষে ত্রাণ বিতরণ ছিল লোক দেখানো।’
মায়ানমার সরকার মানবতার ওপর চরম আঘাত করেছে মন্তব্য করে সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। কূটনৈতিক তৎপরতার আরও বাড়াতে হবে।’