
গরীব অসহায় ও বন্যার্ত মানুষের মধ্যে সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। রসুলপুর ইউনিয়ন উন্নয়ন ফোরাম ও আইয়ুব আলী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এই কর্মসূচীর আয়োজন করে।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন মেডিসিন বিভাগের ডাঃ আনসার আলী, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ শরিফুল ইসলাম, ডাঃ আজাদ আবুল কালাম, ডাঃ সানজিদা বেগম, নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাঃ আজহারুল ইসলাম, হেপাটোলজি বিভাগের ডাঃ জিয়া হায়দার বসুনিয়া, চর্ম ও যৌন বিভাগের ডাঃ রেজাউর রহিম, হাড়জোড় বিভাগের ডাঃ এনামুল বাশার, ডাঃ ইউসুব আলী, এম.এ কাদের, গাইনী বিভাগের কিশমাত আরা মীনা, ইফাত আরা, আফরোজা বেগম, তাহেরা আক্তার মনি প্রমুখ। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের জরায়ুর মুখের ক্যান্সার সনাক্তকরণ বিভাগীয় প্রধানও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রায় ৪ হাজার গরীব অসহায় ও বন্যার্ত মানুষকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ২৮ জন ডাক্তার ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।