
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। বিশ্ব ফোরামেও বাংলাদেশ কার্যকর ভূমিকা রাখছে।
শুক্রবার বিশ্ব ওজোন দিবস উপলক্ষে এক বাণীতে এ কথা বলেন তিনি। ১৬ সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘নিরাপদ সূর্যালোকে যতনে থাকিবে প্রাণ’। খবর বাসসের।
তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশের গৃহীত কার্যক্রম আন্তর্জাতিক পরিমন্ডলে প্রশংসিত হয়েছে। বাংলাদেশ অতীতের মতো ভবিষ্যতেও ওজোনস্তর রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখবে বলে রাষ্ট্রপতি প্রত্যাশা করেন।
হামিদ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নেতিবাচক প্রভাবের শিকার। তাই বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।
তিনি বলেন, বিশ্বকে নিরাপদ ও বাসযোগ্য রাখার ক্ষেত্রে ওজোনস্তর রক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল গৃহীত হবার পর থেকে বিশ্ববাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ওজোনস্তরের ক্ষয়রোধ অনেকাংশে সম্ভব হয়েছে। প্রাণ ও প্রকৃতির জন্য সূর্যরশ্মি খুবই গুরুত্বপূর্ণ। ওজোনস্তর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে।