1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন সংবাদ প্রকাশে বদল: হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে ফিরেছে প্রকৌশল মান ও জবাবদিহি পলাশবাড়ীতে ‘সততা-নৈতিকতা এবং মূল্যবোধ অবক্ষয়ে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা-পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সাঘাটার উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদত হোসেন মন্ডল-এর ইন্তেকাল তফসিল ঘোষণার পর তারাগঞ্জে আচরণবিধি কার্যকরে প্রশাসনের অভিযান অনিয়মের নিদর্শন পীরগঞ্জের হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণ,আইনের চোখে অপরাধ, ঝুঁকিতে ভবিষ্যৎ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে নববধূ নাসরিন হত্যা মামলার প্রধান ২ আসামী গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নববধূ নাসরিন হত্যার মামলার প্রধান ২ আসামী স্বামী রেজাউল ও শ্বশুর নুর ইসলামকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ টাঙ্গাইল জেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

জানা যায়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালধার ফতেপুর গ্রামের  নূর ইসলাম এর ছেলে রেজাউল (৩২) সাথে একই উপজেলার চাড়োল গ্রামের নাজিম উদ্দীনের কন্যা নাসরিন আকতার (২০) এর সাথে চলতি বছরের ৭ মে বিবাহ হয়। বিয়েতে নগদ  ৫ লক্ষ টাকাসহ  আসবাব পত্র  দেওয়া হয়।

এরপরেও রেজাউলসহ তাঁর পরিবারের সদস্য গণের যোতুকের জন্য প্রায় প্রায় মানষিক নির্যাতন র বেদম মারপিট করে। গত (৩ সেপ্টেম্বর) রবিবার দুপুরে নাসরিনের পিতা নাজিম উদ্দীন জামাই মেয়েকে ঈদের দাওয়াত দেওয়ার জন্য গেলে তার মেয়েকে দেখা করতে দেয়নি।

জামাইবাড়ী ফেরত হওয়ার পর রাত সাড়ে ১১টায় জামাই বাড়ীর লোকজন মোবাইলে জানায় নাসরিন নিখোঁজ হয়েছে। এ খবর শোনার পর নাসরিনের দুলাভাই নজিব উদ্দিন (চানিয়া)কে রেজাউলের বাড়ীতে পাঠানো হলে তাকে বাড়ীতে প্রবেশ করতে দেয়নি এবং বাড়ী হতে অপমান করে বাড়ী হতে তাড়িয়ে দেয়।

গত (৪সেপ্টেম্বর) সোমবার সকাল ৬টায় রেজাউলের ভগ্নিপতি নাসরিনের পিতা নাজিম উদ্দীনকে মোবাইল ফোনে জানায়, নাসরিন রেজাউলের বাড়ীহতে অনুমান ৫শ গজ উত্তরে হরিপুর হিন্দু বস্তি গ্রামের পুকুর পাড়ে আম গাছের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

এ খবর শুনে নাসরিনের পিতা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবগকে দেখতে যায় আমগাছে নাসরিন কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং বামপায়ের আঙ্গুলের দিকে উপরে ও নীচে পোড়া দাগ ও ক্ষত চিহ্ন ওে প্রচুর রক্তক্ষরন, শয়ন ঘরের মেঝে, দরজায় রক্তের দাগ দেখতে পায়।

নাসরিনের পিতা নাজিম উদ্দীন মেয়ে হত্যার অভিযোগে নাসরিনের স্বামী রেজাউল (৩২), শ^শুর নুর ইসলাম (৫৫ )সহ ১১ জনের বিরুদ্ধে এজ্হাার নামীয়সহ অজ্ঞাত নামা ৫জনকে আসামী হত্যা মামলা দায়ের করেছে। এরআগে র্জোউলের চাচী প্রাক্তর ইউপি সদস্য হবিবর রহমানের স্ত্রী ফাতেমাকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরন করেছে। এ নিয়ে মামলায় আটক হলো ৩ জন।

নাসরিন হত্যার ঘটনাকে কেন্দ্র করে বালিয়াডাঙ্গী উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্বারকলিপি প্রদান কর্মসুচি পালনসহ আসামীদের ফাঁসীর দাবীতে দেওয়ালে দেওয়ালে পোস্টারিং করা হয়েছে।আসামী গ্রেফতারের দাবীতে আন্দোলনে ফুসেঁ উঠেছিলো। জেলা ও বালিয়াডাঙ্গী উপজেলা আইন শৃংখলা সভায় আসামীদের গ্রেফতারের জন্য আলোচনা প্রধান্য পায়। পুলিশ আসামী গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসছিলো।

ঘটনার ১২ দিন পর আজ শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মিজানুর রহমান নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ও টাঙ্গাইল ভ’য়াপুর থানার পুলিশের সহযোগিতায় টাঙ্গাইল ভ’য়াপুর থানার  এ্যালোয়া বোর্ড অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নাসরিনের স্বামী  রেজাউল (৩২),  শ্বশুর নুর ইসলাম (৫৫)কে গ্রেফতার করেছে। গ্রেফতারের সংবাদ নাসরিনের জম্মস্থান চাড়োলে পৌছলে এলাকায় স্বস্তির নি:শ্বাাস পেয়েছে। আন্দোলন কারীরা সবাই পুলিশকে অভিনন্দন জানিয়েছে। মামলার বাদী।

নাসরিনের পিতা নাজিম উদ্দীন জানান, গ্রেফতারের খবর পেয়ে খুশি হয়েছেন এবং তিনি আসামীদের ফাঁসির দাবী জানান।

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, নাসরিন হত্যা মামলার প্রধান ২ অভিযুক্ত আসামী স্বামী  রেজাউল (৩২), শ্বশুর নুর ইসলাম (৫৫) টাঙ্গাইল জেলায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ গ্রেফতার করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft