
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুযোগ থাকা সত্ত্বেও বিএনপি নিজেদের অজ্ঞতার কারণে দুইবার ফ্রিতে পাওয়া সাবমেরিন হাতছাড়া করেছে। এছাড়া ডিজিটাল দেশগুলোর কাতারে থাকত বাংলাদেশ।
রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনটি কুয়াকাটায় স্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দুইবার বিনা পয়সায় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ হয়েছিল বাংলাদেশের। কিন্তু অজ্ঞতার কারণে তা নাকচ করে দেশকে পিছিয়ে দিয়েছে বিএনপি।