
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক বলেছেন, বিএনপি রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, যা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য।
শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
এস এ মালেক বলেন, ‘আমাদের দুর্ভাগ্য বিএনপি রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এখন রাজনীতি করার সময় নয়। এই জাতীয় ইস্যুতে যখন জাতীয় ঐক্যমত হওয়া প্রয়োজন, তখন বিএনপি নেতৃবৃন্দের আন্দোলনের হুমকি ও সরকারকে দোষারোপ করা সত্যিই দুঃখজনক।’
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। এই ইস্যুটি সমাধানে একদিকে কূটনীতিক তৎপরতা অব্যাহত রয়েছে তেমনি বিশ্ব সম্প্রদায়ের নিকট অনুরোধ জানানো হয়েছে মায়ানমার সরকার যেন তাদের নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে যায়।
তিনি বলেন, রোহিঙ্গা নাগরিকের আশ্রয় দান, ভরণ পোষণ এবং চিকিৎসা সেবা কার্যক্রম দীর্ঘদিন চালিয়ে যাওয়া বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা হত্যা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়া।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা ও বিচক্ষনতার সাথে রোহিঙ্গা ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন, যা অবশ্যই প্রশংসার যোগ্য। তাকে রোহিঙ্গা ইস্যুতে আরো কৌশলী হতে হবে এবং জাতিসংঘের আগামী অধিবেশনে বিষয়টি উত্থাপনের মাধ্যমে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে হবে।