
দেশে অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের নিয়ে দেশি-বিদেশি জঙ্গি সম্পৃক্ততা ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। সরকার এ বিষয়ে নজরদারী বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার নোয়াখালীর কবিরহাটে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সরকারের সময়োচিত সাহসী পদক্ষেপের প্রশংসা করছে বিশ্ব। আর বিএনপি করছে নিন্দা। তারা মিয়ানমারের অত্যাচারী সরকারের বিরুদ্ধে কথা না বলে নিজ দেশের সরকারের বিরুদ্ধে কথা বলছে।