
রাজধানীর নিকুঞ্জ ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।
শুক্রবার দিবাগত রাতে কাউন্টার টেরোরিজমের একটি দল তাদের গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩০টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে শনিবার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়।