রংপুর নগরে রংপুর-দিনাজপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে হাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বুলবুল (৪০) ও আনসারুল (৪২)। তাদের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। তারা ডোমার থেকে মোটরসাইকেলে করে রংপুরে আসছিলেন।
রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, আজ বেলা ১১টার দিকে রংপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে হাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি আটক করা সম্ভব হয়নি।