
জাতীয়তাবাদী দল বিএনপির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাদুল্যাপুর উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার একটি বিশাল বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পুলিশের কঠোর নজরদারীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। র্যালী শেষে সাদুল্যাপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাদুল্যাপুর উপজেলা বিএনপির সভাপতি ছামছুল হাসান ছামছুল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান মো. শওকত মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপি’র সভাপতি ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক পরিচালক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।
অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু, এ্যাডঃ মঞ্জুর মোর্শেদ, আনিছুর রহমান নাদিম, জেলা যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভূট্রু, রাগীব হাসান চৌধুরী, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগাঠনিক সম্পাদক সাইদুর রহমান চয়েন, জিল্লুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি জাকারিয়া খন্দকার, যুগ্ন-সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শাহীন, জেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেন, শহর বিএনপি’র সভাপতি শহিদুজ্জামান শহিদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুস ছালাম ও সাংগাঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ। শেষে বন্যা ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়। এদিকে এ কর্মসূচীতে সাদুল্যাপুর উপজেলার ১১ ইউনিয়নের বিএনপি’র সহ¯্রাধিক নেতাকর্মীর ঢল নামার সাথে সাথেই অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ও কঠোর নজরদারীতে শহরের বিভিন্ন স্থানে পুলিশী টহল অব্যাহত ছিল।