
মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, উচ্ছেদের প্রতিবাদ ও জাতি সংঘের হস্তক্ষেপের দাবিতে বৃহস্পতিবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জাসদের উদ্যোগে স্থানীয় চৌমাথা মোড়ে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তোফাজ্জল হোসেন সরকার, আবু বকর প্রধান, একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, আলী মোস্তফা রেজা গোলাপ বিএসসি, সাইফুল ইসলাম, আব্দুল জলিল সরকার, আব্দুর রহমান সরকার, মজিবর রহমান মন্ডল, শাহজাহান প্রধান, মোকছেদ আলী মন্ডল, আসাদুজ্জামান রুবেল, মুরাদ হোসেন বাবু, জাহাঙ্গীর আলম বাবু প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতন ও হত্যা বন্ধের প্রতিবাদ জানান।