
মায়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গাদের যে স্রোত বাংলাদেশে আসছে তার সাথে অস্ত্র ও মাদক আসছে কিনা তা নিয়ে সরকার উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জনস্রোতের এই যে বিশাল বোঝা, তা বহনের ক্ষমতা সরকারের নেই। তিনি নির্যাতনের শিকার হয়ে আসা রোহিঙ্গাদের এই স্রোতকে রক্তস্রোত হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, ইতিমধ্যে বাংলাদেশে মিয়ানমারের প্রতিনিধিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে এই নিপীড়ন বন্ধ করার জন্য জোরালো বক্তব্য দেওয়া হয়েছে।
তিনি বলেন, গত ঈদের তুলনায় এবারের ঈদে সড়ক দুর্ঘটনা কম হয়েছে। ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নেমে নিয়ে আসার লক্ষ্যে সরকার কাজ করছে।