
বেকার যুব-যুবতীদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাদুল্যাপুর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচী (৫ম পর্ব) এর প্রশিক্ষণ উদ্বোধনী ঘোষণা করলেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। আজ বুধবার সাদুল্যাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন বিভাগের আয়োজনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহম্মেদ খাঁন, উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ মোঃ ফজলে এলাহী, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী, থানার ওসি (তদন্ত) এমরানুল কবির, উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি সামছুজ্জোহা প্রমাণিক রাঙ্গা, সাদুল্যাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান সোহেল, সাংবাদিক আবেদুর রহমান স্বপন ও সরকার মোঃ শহীদুজ্জামান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা খাতুন জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচী (৫ম পর্ব) সাদুল্যাপুর উপজেলার ১১ ইউনিয়ন থেকে ৪৯৯৭ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে যাচাই-বাছাইয়ে ৭০৩ জন প্রার্থী বাতিল করা হয়েছে। চুড়ান্তভাবে ৪২৯৪ প্রার্থী প্রাথমিক ভাবে নির্বাচিত।
বৃহস্পতিবার সাদুল্যাপুর উপজেলার ৫টি ভেন্যুতে ১০৭৫ জন প্রার্থীর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। পর্যাক্রমে নির্বাচিত সকল প্রার্থীর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।