
নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন তোলার পর অবশেষে বাংলাদেশে এসে টেস্ট ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া দল। সফরকারীদের নিরাপত্তার বিষয়ে শঙ্কা হালকাভাবে নেয়নি বাংলাদেশ। এজন্য অস্ট্রেলিয়া দলকে রাষ্ট্রপ্রধানদের সমান নিরাপত্তা দেয়া হচ্ছে।
ঢাকায় স্বাগতিক বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হেরেছে তারা। এখন চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের খেলা শেষে মাঠ থেকে ফেরার সময় টিম বাসে ঢিল ছোড়া নিয়ে আলোচনার মধ্যেই ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’ তাদের সাইটে শিরোনাম করেছে—‘বাসে ঢিলের পর নিরাপত্তা জোরদার’। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে অস্ট্রেলিয়া দল যে নিরাপত্তা পাচ্ছে, তা সফরকারী রাষ্ট্রপ্রধানরা সাধারণত পেয়ে থাকেন।
এছাড়া প্রতিবেদনে ঢিলের ঘটনার চেয়ে নিরাপত্তা বাড়ানোর খবরে বেশি জোর দেওয়া হয়েছে। ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’কে অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক শন ক্যারল বলেছেন, ‘ছোট্ট একটি পাথর ছোড়ার এ ঘটনা আমাদের টিম সিকিউরিটি আর স্থানীয় কর্তৃপক্ষ মিলে তদন্ত করছে। বাংলাদেশের নিরাপত্তা কর্তৃপক্ষ এ ঘটনাকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং রাস্তায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত আমরা নিরাপত্তাব্যবস্থা নিয়ে খুশি। ঢিল মারার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্তৃপক্ষ যেভাবে নিরাপত্তা বাড়িয়েছে, তাতে আমরা স্বস্তি পেয়েছি।’
অস্ট্রেলিয়ার অধিকাংশ সংবাদমাধ্যমেই শন ক্যারলের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করা হয়েছে। এরমধ্যে অস্ট্রেলিয়ার জনপ্রিয় জাতীয় দৈনিক ‘দ্য অস্ট্রেলিয়ান’ ক্যারলের বিবৃতিটি প্রকাশ করেছে। বিষয়টি আতঙ্ক ছড়ানোর মতো নয় বলে জানিয়ে দিয়েছে ‘ডেইলি টেলিগ্রাফ’। ‘ঘটনার পর সোমবার রাত কিংবা মঙ্গলবার সকালেও অস্ট্রেলিয়ার খেলোয়াড় থেকে স্টাফদের মধ্যে কোনো রকম ভয়ভীতি দেখা যায়নি বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ‘সিডনি মর্নিং হেরাল্ডে’।