
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শনিবার সকাল ১০ টার পর প্রধান বিচারপতি গণভবনে গিয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে মুক্তিযুদ্ধের একক নেতৃত্ব ও সংসদ নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেয়া পর্যবেক্ষণকে কেন্দ্র করে সরকার ও বিচার বিভাগের মধ্যে টানাপড়েন চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। সরকারের মন্ত্রী-এমপিরাও বিভিন্ন সভা-সমাবেশে প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানাচ্ছেন ও তাকে দেশ ছাড়ার কথাও বলেছেন। এই টানাপড়েনের মধ্যেই শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গণভবনে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।