
রংপুরের পীরগঞ্জে বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন, মফিজুল (২৬) ও রাজা মিয়া (২৪)। তাদের বাড়ি নীলফামারী শহরের ডিংডং পাড়ায়।
এঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন। তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার কলাবাগানে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে।
এবিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম জানান, ঢাকা নগরীরতে চলাচলকারী একটি সিটিং সার্ভিসের বাস নীলফামারী আসার পথে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন।