
গাইবান্ধা জেলার স্কাউট রোভার (জিএসএসআর) সদর উপজেলার কামারজানি ইউনিয়নের রায়দশবাড়ীর চর এলাকায় বন্যায় আক্রান্ত ২’শ শিশুকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জেলার সদর উপজেলার রায়দশবাড়ীসহ সবকটি চরে চলতি বিধ্বস্ত বন্যাদ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে শিশুসহ অসংখ্য মানুষ অসহায় হয়ে পড়েছে। তাদের দুর্দশা ক্ষয়ক্ষতিতে জিডিএসআর শিশুদের সামাজিক সংস্থার অংশ হিসেবে শিশুদের খাদ্যসহ পাশে দাড়িয়েছে ২’শ শিশুর মাঝে এসব ত্রাণ বিতরণ করেন। প্যাকেটগুলির মধ্যে রয়েছে শেমাই, চিনি, গুড়া দুধ, চিপস ও বিস্কুট।
অপরদিকে, বসুন্ধরা গ্র“প ঢাকার ঢাকার ত্রাণ সামগ্রীর প্যাকেটগুলি একই দিনে অহায় পরিবারের মহিলাদের মাঝে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে শিশু খাদ্য বিতরণ করেন, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান রিমা। ডিসি এছাডাও স্কাউটিং-এর ত্রাণ বিতরণে অংশগ্রহণ করার জন্য স্কোয়াট এবং রোভার সদস্যদের ধন্যবাদ জানান।
এ সময় রোভারের কমিশনার মাহফিল হোসেন, জেলা রোভার সচিব উজ্জল চক্রবর্তী, জেলা সচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা সচিব এবিএম সাত্তার উপস্থিত ছিলেন।