কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রাণি-সম্পদ অফিসের উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বন্যা এলাকায় টানা কয়েকদিন থেকে ভেটেরিনারি মেডিকেল টিম করে বন্যায় আক্রান্ত গবাদি প্রাণি ও হাস, মুরগির টিকা প্রদান ও জরুরী চিকিৎসা কার্যক্রম এবং গো খাদ্যসহ ঔষুধ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা প্রাণি-সম্পদ অফিসার ডা. জাহাঙ্গীর আলম, ভেটেরিনারি সার্জন ডা.ইফতে খায়রুল,ইউএলএ হারুন অর রশিদ,আব্দুল গনি,আব্দুর রউব,আজিজার রহমান,কম্পাউন্ডার বাদল চন্দ্র সরকার প্রমুক।