
খাগড়াছড়ির মাটিরাঙায় বজ্রপাতে বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার তবলছড়ির মিলন কার্বারিপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন নন্দ মোহন ত্রিপুরা (৩৫), তার মেয়ে ললিতা ত্রিপুরা ও ললিতার চাচাত ভাই মিথুন ত্রিপুরা। ঘটনার সময় তারা সবাই বাড়ির আঙিনায় ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বজ্রাঘাতের পর তাদেরকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ললিতা ত্রিপুরা তবলছড়ি কদমতলি টিকে উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং মিথুন ত্রিপুরা তবলছড়ি গ্রিনহিল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।