আন্তর্জাতিক ডেস্ক :
জোড়া ধর্ষণ মামলায় ২০ বছরের কারাদণ্ডের পর এবার জোড়া খুনের মামলায় ধর্ষক রাম রহিমের ভাগ্য নির্ধারণ হবে ১৬ সেপ্টেম্বর।
ভণ্ড ধর্মগুরু কপালে আরো কত দুর্ভোগ রয়েছে তা জানতে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।
সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও ডেরা ম্যানেজার রঞ্জিত সিংয়ের খুনের মামলায় ১৬ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত শুনানি হবে সিবিআই আদালতে। ফলে খুনের মামলায় রায় ঘোষণা তার কিছুদিনের মধ্যেই হবে বলে মনে করা হচ্ছে।
সাংবাদিক হত্যার মামলায় গত মাসেই হরিয়ানা ও পঞ্জাব হাইকোর্ট সিবিআইকে তিন মাসের সময়সীমা দিয়েছিল। তিন মাসের মধ্যেই শুনানি শেষ করার নির্দেশ দিয়েছিল আদালত। সাংবাদিক হত্যার পাশাপাশি ডেরা সাচ্চার ম্যানেজার রঞ্জিত সিংয়ের হত্যা মামলার শুনানিও প্রায় শেষ পর্যায়ে।
সিবিআই সূত্রে জানানো হয়, চূড়ান্ত শুনানিতে রাম রহিমের ধর্ষণের মত গুরুতর অপরাধে কারাদণ্ডকে কাজে লাগানো হবে। আগেই ধর্ষণের অপরাধে সাজা হয়ে যাওয়ায় রাম রহিমের পক্ষে মামলা এমনিতেই অনেকটা দুর্বল হয়ে পড়েছে বলে মত সিবিআই-এর।
খুনের মামলায় শুনানি পিছিয়ে দিতে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে ৬০ পিটিশন দাখিল করেছে ধর্ষক রাম রহিম। কিন্তু সেই পিটিশনগুলো গতমাসেই খারিজ করে দেয় হাইকোর্ট।
ধর্ষণের তদন্ত করায় ডেরার লোক দিয়ে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুন করানোর অভিযোগ রয়েছে রাম রহিমের বিরুদ্ধে। এমনকী বিপক্ষে যাওয়ায় ডেরা ম্যানেজারকেও তিনি খুন করিয়েছিলেন।