
বন্যাদূর্গত মানুষের জন্য কাজ-খাদ্য ও কৃষি পুর্নবাসনসহ ৭দফা দাবি দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি – সিপিবি গাইবান্ধা জেলা কমিটি সোমবার (২৮ আগস্ট) শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ করে। পরে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কওে জেলা সিপিবি নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে. ফসল না ওঠা পর্যন্ত এন.জি.ও ঋণের কিস্তি বন্ধ, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ মওকুফ, জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সকল কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সারসহ কৃষি উপকরণ সরবরাহ, পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত দরিদ্র মানুষের জন্য ভিজিএফসহ বিভিন্ন কর্মসূচী চালু রাখা, ত্রাণ ও পূনর্বাসন কাজে সকল প্রকার অনিয়ম বন্ধ, জেলার বিভিন্ন এলাকায় বাঁধ ধ্বসের কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থ গ্রহণ, বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার সকল রাস্তা জরুরী ভিত্তিতে সংস্কারের উদ্যোগ গ্রহন করাসহ সাত দফা দাবী উত্থাপন করা হয়।
সমাবেশে বক্তারা অবিলন্বে উপরোক্ত দাবি পুরনে সরকারের নিকট জোর দাবি জানান। এসময় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম,যুবনেতা শরিফুল ইসলাম শরিফ, ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক আসামনী আকতার আশা প্রমূখ।