
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বর্তমান সংসদ ও মন্ত্রিপরিষদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।
এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকার ও বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে দলটি।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এসব দাবি জানায় দলটি।
এর আগে সকাল ১১টায় দলটির সঙ্গে বৈঠক শুরু হয়। দলটির সভাপতি এ এইচ কামরুজ্জামান খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এই বৈঠকে সভাপতিত্ব করেন।