তৃতীয় বাংলাদেশী হিসেবে ক্যারিবীয়ন প্রিমিয়ার লীগ (সিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের আসন্ন আসরে খেলবেন বাংলাদেশের তরুণ তুর্কী অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ভারতীয় চিত্র তারকা শাহরুখ খানের মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স দলে ভিড়িয়েছে মিরাজকে।
গেল বছরের অক্টোবরে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মিরাজের। নিজের অভিষেক টেস্ট সিরিজেই ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেন তিনি। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট নেন মিরাজ। তাই দ্বিতীয় টেস্টে ও সিরিজ সেরার খেতাবও পান তিনি। তাই দুর্দান্ত নৈপুণ্যেই ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ।
সিপিএলে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ১৯ বছর বয়সী মিরাজ। তিনি বলেন, ‘এমন সুযোগ পেয়ে আমি সত্যিই অনেক বেশি খুশি। বড় বড় খেলোয়াড়দের সাথে ঐ টুর্নামেন্টে আমি খেলবো। এতে আমার ক্রিকেটের মানের উন্নতি হবে।’
অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের পরিবর্তে মিরাজকে দলে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।
মিরাজের আগে সিপিএলে বাংলাদেশের হয়ে খেলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আন্তর্জাতিক অঙ্গনে তিন ফরম্যাটেই অভিষেক হয়ে গেছে মিরাজের। এখন পর্যন্ত ৭ টেস্টে ৩৫ উইকেট, ৩ ওয়ানডেতে ৪টি ও ১টি টি-২০ ম্যাচে উইকেটশূন্যই ছিলেন মিরাজ।
আগামী পহেলা আগস্ট থেকে শুরু হবে সিপিএলের পঞ্চম আসর।