
অবশেষে ২৭ ও ২৮ আগস্ট হজ ফ্লাইট পরিচালনার অনুমতি পেল বিমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের মুখপাত্র শাকিল মেরাজ।
তিনি জানান, শনিবার বিকাল সাড়ে ৫টায় জেদ্দা বিমান বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ বিমানকে অতিরিক্ত ফি ছাড়াই এ অনুমতি দিয়েছে।
বিমান বিশেষ হজ ফ্লাইটগুলো পরিচালনায় অনুমতি পাওয়ায় প্রায় তিন হাজার হজযাত্রীর সৌদি আরবে যাওয়া নিয়ে অনিশ্চয়তা কেটে যাবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছর ১ লাখ ২৬ হাজার ২৪৭ জনের হজে যাওয়ার কথা। এর মধ্যে গতকাল শুক্রবার পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরব গিয়ে পৌঁছেছেন। তবে এজেন্সিগুলো সময়মতো পাসপোর্ট জমা না দেওয়ায় ৯৫১ জন হজযাত্রী আগেই বাদ পড়েছেন।