
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ২৪ হাজার টাকা মূল্যের ৬০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী লাভলীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের মৃত রুহুল আমিনের স্ত্রী লাভলী বেগম পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ অন্যান্য মাদকেরর কারবার চালিয়ে আসছিল।
গোপন সূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলমের নির্দেশে ১১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় এসআই হাবিব-উল বাহারের নেতৃত্বে এএসআই এনামুল, সুমন, জহুরু, মহিলা কনস্টেবল মুনিরা ও জিলেখাসহ আকস্মিক এক অভিযান চালায়। লাভলী ৬০পিচ ইয়াবা নিয়ে একই উপজেলার পারআমলাগাছী গ্রাম এলাকার অপর মাদক বিক্রেতা জনৈক ফিরোজকে সরবরাহ করতে যাচ্ছিল। ঢোলভাঙ্গা ব্রীজ সন্নিকটে একটি চায়ের দোকানের সামন থেকে পুলিশ তাকে হাতে-নাতে আটক করে।
এসময় তার শরীর তল্লাশী করে ৬০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক বিক্রয়ের ব্যাপারে পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।