কাতার ও তুরস্কের মধ্যে প্রথমবারের মতো সরাসরি ফ্রিজিং কন্টেইনার সার্ভিস চালু করা হয়েছে।
কাতার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি সংস্থা দেশ দুটির মধ্য এই কন্টেইনার সার্ভিস চালু করে।
এক বিবৃতিতে কাতারের সামুদ্রিক পরিবহন এবং সরবরাহ সংস্থা ন্যাভিগেশন জানায়, কাতারের হামাদ পোর্ট এবং তুরস্কের ইজমির বন্দরের মধ্যে একটি রুটে তারা যাত্রা শুরু করেছে।
সংস্থাটি জানায়, নতুন সেবার শুরুতে প্রতি যাত্রায় একটি জাহাজের মাধ্যমে ৫,০০০ টন পণ্য সাপ্লাই করা হবে এবং প্রধানত তাপমাত্রা নিয়ন্ত্রিত কার্গোর মাধ্যমে এই পণ্য পরিবহন করা হবে।
তুরস্ক থেকে ২০-২৫ দিন পর পর একটি জাহাজ কাতারের উদ্দেশ্য ছেড়ে যাবে এবং ট্রানজিট সময় হবে ১১ দিন।
সন্ত্রাসবাদকে সহায়তা করার অভিযোগে গত ৫ জুন সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
একই সঙ্গে ওই চার দেশ কাতারের ওপর সমুদ্র, স্থল সীমান্ত ও আকাশ পথে নিষেধাজ্ঞা আরোপ করে এবং এই অবস্থার নিরসনে দোহার কাছে ১৩ দফা দাবি উপস্থাপন করা হয়। তাদের ওই দাবি পূরণ না হলে আরো অবরোধের হুমকি দেয় তারা।
কাতার ওই অভিযোগ অস্বীকার করে এবং এই অবরোধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করে।
সূত্র: আনাদুলো এজেন্সি