খবরবাড়ি ডেস্কঃ বানভাসিদের পাশে বর্তমান আওয়ামী লীগ সরকার সবসময় রয়েছে। সরকার দূর্গতের সর্বোচ্চ ত্রাণ সহায়তা প্রদান করবে। প্রয়োজন অনুযায়ী প্রতিটি পরিবারকে পুনর্বাসন করা হবে। যাদের ঘর-বাড়ি নষ্ট হয়েছে তাদের ঘর তৈরি করে দেয়া হবে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ হচ্ছে। বৃহস্পতিবার দিনব্যাপী গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার বরিশাল ও পবনাপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন গাইবান্ধা ০৩ (পলাশবাড়ী সাদুল্যাপুর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকার।
বন্যা দুর্গতদের সমবেদনা জানিয়ে তিনি আরো বলেন, আপনারা একা নন। নিজেদের অসহায় ভাববেন না। বর্তমান প্রধানমন্ত্রীয় সবসময় আপনাদের খোঁজ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী বন্যা দূর্গত এলাকায় কাজ করছে।
এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ােলাম সরোয়ার প্রধান বিপ্লব, পবনাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুল ইসলাম রবি, বরিশাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান সরকার ও পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম সরকার মন্ডল ছোট বাবা উপস্থিত ছিলেন।