![]()
বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। কুড়িগ্রামের তিনটি ইউনিয়নের বন্যা কবলিত কয়েক হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারযোগে কুড়িগ্রামের চিলমারীতে পৌঁছান অনন্ত জলিল।
এসব পরিবারের মধ্যে রয়েছে চিলমারির থানাহাট ইউনিয়নের ১১’শ পরিবার, রমনা ইউনিয়নের ৮’শ পরিবার ও চিলমারি ইউনিয়নের ৫’শ পরিবার। চিলমারিতে অনন্ত জলিলের হেলিকপ্টার নামার পর সেখানে বন্যা দুর্গতদের
পাশাপাশি উৎসুক জনতার ব্যাপক ভিড় সামলাতে হিমসিম খেয়েছে স্থানীয় প্রশাসন। তবে আগে থেকে সব আয়োজন করা ছিল বলে জানিয়েছেন থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘অনন্ত জলিল এখানকার তিনটি ইউনিয়নের ২৪’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। তিনি আসবেন আগে থেকেই জানিয়েছিলেন। তাই আমরা সাধ্যমতো তাকে নিরাপত্তা দেয়া ও সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ কাজে সহায়তা করেছি। ’
বন্যা দুর্গতদের সাহায্য করতে কুড়িগ্রাম যাওয়া প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘বন্যার কারণে মানুষ কতটা অসহায় জীবন যাপন করছে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না কেউ। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমি এখানে (কুড়িগ্রামে) এসেছি। নিজের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেছি। এই সহযোগিতা কিন্তু কোনো রকমের দয়া দাক্ষিণ্য নয়। এটা গরীব, দুঃখী, বন্যা দুর্গত মানুষের অধিকার। ইসলাম আমাদের সুস্পষ্ট নির্দেশ দিয়েছে, অসহায় মানুষের পাশে নিজেদের সামর্থ অনুযায়ী দাঁড়াতে হবে। ’