খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ীতে বন্যায় দূর্গতদের মাঝে ছাত্রলীগ (জাসদ) বাগেরহাট জেলা শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় কিশোরগাড়ী ইউনিয়নের জাফর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাঁধে আশ্রয় নেয়া বানভাসি মানুষের মাঝে বাগেরহাট জেলা (জাসদ) ছাত্রলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ করেন পলাশবাড়ী উপজেলা জাসদ সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নুরুজ্জামান প্রধান। এসময় অন্যান্যদের মধ্যে গাইবান্ধা জেলা (জাসদ) ছাত্রলীগ সভাপতি রাগিব হাসান সিমান্ত, সহ-সভাপতি ও হরিনাবাড়ী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রুবেল, বাগেরহাট জেলা (জাসদ) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাইম মল্লিক, দপ্তর সম্পাদক গাজী মোঃ হাসিবুল ইসলাম রিয়াদ, গাইবান্ধা জেলা (জাসদ) ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক হেদায়েত উল্লাহ প্রধান, হরিনাবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এম হাসান আলী, সাংবাদিক রফিকুল ইসলাম রফিকসহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাগেরহাট জেলা (জাসদ) ছাত্রলীগের উদ্যোগে শুকনা খাবার প্যাকেটে চিড়া, স্যালাইন,পানি ও চিনি ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়।