গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারে রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের দাবীতে গাইবান্ধা জেলা পরিষদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে দাবী জানিয়েছেন।
গতকাল সন্ধ্যায় জেলা পরিষদ হল রুমে প্রধান নির্বাহী কর্মকর্তা একেএস মাহবুবুর রহমানের সভাপতিত্বে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জের সরকারের নিয়ন্ত্রণে থাকা ইক্ষু চাষের জন্য ১ হাজার ৮শ ৩২ একর জমিতে ইপিজেড স্থাপনের যৌক্তিকতা তুলে ধরে বলেন রংপুর চিনিকলের নিয়ন্ত্রণে থাকা এই জমিতে ইপিজেড গড়ে তোলা হলে সরকারের একদিকে যেমন রাজস্ব বাড়বে অন্যদিকে দেশের বৃহতম অর্থনৈতিক অঞ্চলও গড়ে উঠবে। এখানে শিল্পখারাখান স্থাপিত হলে অন্ততপক্ষে ৮ থেকে ১০ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে করে উত্তরাঞ্চলসহ দেশের চলমান উন্নয়ন প্রক্রিয়া আরো গতিশীল হবে বলে উল্লেখ করেন। এসময় তিনি দলমত নির্বিশেষে গণমাধ্যম কর্মী এবং গাইবান্ধাবাসীর সহযোগিতা ও পরামর্শ কামনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।