অবশেষে শাকিব খান-অপু বিশ্বাসের অভিমান ভাঙছে। সব কিছু ভুলে অপু বিশ্বাসের সঙ্গে থাকতে চান শাকিব খান-অপু।
সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে অপু বিশ্বাস দাবি করেন, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে। তাদের ছয় মাসের একটি সন্তানও রয়েছে।
অপু বিশ্বাসের এ সাক্ষাৎকারের পর মিডিয়া অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। শাকিব খান বিভিন্ন গণমাধ্যমের কাছে সন্তানের দায়িত্ব নেয়ার কথা জানালেও অপু বিশ্বাসের দায়িত্ব নিতে অস্বীকার করেন।
তবে মঙ্গলবার দুপুরে শাকিব জানালেন, ‘সোমবার মেজাজ খারাপ ছিল। তাই অনেক কথা বলেছি। আমার স্ত্রী, আমার সংসার, আমার সন্তান। ওদের সঙ্গেই আমাকে থাকতে হবে।’
শাকিব খান বলেন, ‘দেখুন সন্তান আমার। আমি বাবা হয়ে কেন সন্তানকে অস্বীকার করবো। সন্তানের দায়িত্ব আমার সারাজীবনের।
শাকিব মেনে নিয়েছেন স্ত্রী অপুকে— এমন খবর গণমাধ্যমের কাছে শুনেছেন অপু বিশ্বাস। তবে এ ব্যাপারে শাকিব নিজে তাকে কিছু জানাননি।
অপু বলেন, ‘শাকিবের বক্তব্য আমাকে ফোনে শুনিয়েছেন এক সাংবাদিক। সেখানে তিনি আমাকে মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন। জবাবে আমি প্রতিক্রিয়া জানিয়েছি।’
অপু আরো বলেন, ‘একজন স্বামী তার স্ত্রী ও সন্তানের কাছে থাকবেন এটা তো সুখবর। আমি মনে করি, শাকিব সুপারস্টার ছিলেন, আজ আবার নিজেকে সেটাই প্রমাণ করলেন।’
এখন পর্যন্ত শাকিব ফিরে যাননি অপুর কাছে। কিংবা ফোনেও কথা বলেননি প্রিয়তমা স্ত্রীর সঙ্গে। ভক্তরা অপেক্ষায় আছেন আব্রাহামকে কোলে নিয়ে দু’জনকে আবার একসঙ্গে দেখবেন বলে। শাকিব-অপুর জীবনের সিনেমায় হ্যাপি এন্ডিং চাইছেন সবাই।