সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা ও ব্রহ্মপুত্রের তীরবর্তী চন্ডিপুর ইউনিয়নের বানভাসিদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ করেন গোলাম মোস্তফা আহমেদ এমপি। এসময় উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম রাশেদ, আওয়ামীলীগ নেতা মেহেদী মোস্তফা মাসুমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।