গাইবান্ধ প্রতিনিধিঃ আইএলও এর অর্থায়নে প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের সহযোগিতায় ছিন্নম,ূল মহিলা সমিতির উদ্যোগে পরিচালিত বাংলাদেশ স্কিলস ইমপ্লয়মেন্ট পোডাকটিভিটি ((বিএসইপি) প্রকল্পের আওতায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য নিরাপত্তা, পরিবেশ বান্ধব ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী ও দারিদ্রতা দূরী করনে ভাংগারী ব্যবসায়ীদের ৩দিনের প্রশিক্ষণ গত মঙ্গবার ছিন্নমূল মহিলা সমিতির প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্ভোধনি অনুষ্ঠানে ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোঃ মুর্শীদুর রহমান খান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাকটিক্যাল এ্যাকশনের কো-অডিনেটর মোঃ মাহবুবুল ইসলাম, এজিএম বিসিক মোঃ আব্দুর রাজ্জাক, সাংবাদিক উত্তম সরকার প্রমুখ। প্রশিক্ষনে ১৫ জন ভাংগারী ব্যবসায়ী অংশ নেয়। উল্লেখিত প্রকল্পের আওতায় আবর্জনা সংগ্রহকারীদের ১১ জন, জৈব চাষী ৩০ জন, জৈব সার ব্যবসায়ী ১৫ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে প্রশিক্ষনের মাধ্যমে সবুজ ব্যবসায় দক্ষতা উন্নয়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে এত করে তাদের ব্যবসায়ীক উন্নয়ন সহ পরিবেশের উন্নয়নে বিশেষ অবদান রাখবে।