মার্কিন প্র্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর হঠাৎ করে সরে গেলে সেখানে যে শূন্যতা তৈরি হবে সেটি পূরণ করবে সন্ত্রাসীরা। খবর এএফপি’র।
তিনি বলেন, প্রাথমিকভাবে তার আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী পুরোপুরি সরিয়ে নেয়ার ইচ্ছা ছিল। কিন্তু পরে তিনি ইরাক থেকে সেনা সরিয়ে নেয়ার মতো ভুল না করার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন আফগানিসস্তানে মার্কিন সেনা থাকবে এবং ‘জয়ের জন্য লড়াই’ চালিয়ে যেতে হবে।
ফোর্ট মাইয়ার সেনা ঘাঁটি থেকে তিনি ওই ভাষণ দেন।
সেনা ঘাঁটিতে দেয়া এই বক্তব্যে খুব বড় ঘোষণা আসবে বলা হলেও, আফগানিস্তানে মার্কিন কৌশলের বিস্তারিত কী হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।
তিনি বলেন, কিছু শর্তের ভিত্তিতে তারা কৌশল নির্ধারণ করবেন, তবে সেনা সরিয়ে নেয়ারর কোনো সময়সীমা তিনি ঘোষণা করা হবে না।
এটা কোনো ‘ফাঁকা বুলি’ নয় উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমেরিকা আফগান সরকারের সঙ্গে কাজ করবে, দুই দেশের এ নিয়ে প্রতিশ্রুতি আছে। যতদূর অগ্রগতি হয় ততদূর কাজ করবো আমরা।’
তবে প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তানে নতুন কতো সেনা মোতায়েন করা হবে, সে সংখ্যা উল্লেখ করেননি।
তবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে উল্লেখ করে এখন থেকেই নতুন কৌশল শুরু হচ্ছে বলে জানান তিনি।
ধারণা করা হচ্ছে, নতুন করে আফগানিস্তানে আরো চার হাজার মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হতে পারে।
এর আগে মার্কিন শীর্ষ কমান্ডার জেনারেল জন নিকলসন প্রেসিডেন্ট ট্রম্পের প্রতি আফগানিস্তানে চার হাজার মার্কিন সেনা পাঠানোর অনুরোধ জানান।
বর্তমানে সেখোনে আট হাজার চারশো মার্কিন সেনা অবস্থান করছে।সূত্র- বাসস