গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর থেকে ২৭ পিচ ইয়াবাসহ হাজারসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ ১১ এপ্রিল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হল রুমে অভিযানের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর খলেদ। গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকালে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে সাদুল্যাপুর উপজেলার বকশিগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ২৭ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মুল্য প্রায় এক কোটি ৮ লাখ টাকা।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লা-আল ফারুক, এসপি হেড-কোয়াটার খায়রুল বাশার, সাদুল্যাপুর থানার ফরহাদ ইমরুল কায়েস সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।