খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ইউনুস আলী সরকার।
উপজেলার কিশোরগাড়ী ও হোসেনপুর ইউনিয়নে মঙ্গলবার বন্যার্ত দুঃস্থ ও ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের মাঝে ১০ কেজি করে চাল ৬’শ পরিবারসহ ১ হাজার পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা, আলী রেজা মোস্তফা গোলাপ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদ ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, প্রচার প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান লাভলু ও সহ-প্রচার প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফা, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্মল মিত্র, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ও হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটুসহ উপজেলা এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।