গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলা বাদিয়াখালি ইউনিয়নের চকবরুল গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় সন্ত্রাসী ছয়েব মিয়া (৪০)।
গত মঙ্গলবার বিকেল ৪টায় বাদিয়াখালি ইউনিয়নের চকবরুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যপারে প্রতিবন্ধীর মা মোছা. আছমা বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, চকবরুল এরাকার আছমা বেগমের ছেলে মানসিক প্রতিবন্ধী মো. রাজু মিয়াকে বাড়ির পাশের একই এলাকার মৃত আব্দুল জোব্বার মিয়ার ছেলে ছয়েব মিয়া বাঁশ কাটাকে কেন্দ্র করে লাঠি দিয়ে অমানুষিক ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।
সদর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আরশেদুল হক বলেন, প্রতিবন্ধির যে কোন বিষয়ে আমরা গুরুত্বের সাথে দেখে থাকি । আমরা একজন এসআই কে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি দোষি প্রমানিত হলে অবশ্যই দ্রুত ব্যাবস্থা নেয়া হবে।