গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় চলচিএ নায়ক শিশির দেবনাথের উদ্দ্যেগে গতকাল সোমবার সাঘাটার সন্নিকটে রাখাল বুরুজ ইউনিয়নের বিশ পুকুর, পার সোনাই ডাঙ্গা ও গুচ্ছ গ্রামের দুইশত বন্যায় পানি বন্দি পরিবারের মাঝে শুকনা খাবার এান বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন,গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল প্রধান,অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহাজাদি খাতুন,স্বাস্থ্য সহকারি মেহবুব আলম মামুন , প্রধান শিক্ষক সাইফ উদ্দিন সরকার প্রমুখ। শিশির দেবনাথ জানান,আমি সাঘাটায় ষ্টুডেন্ট কেয়ার পরিচালিত প্রাইমারি স্কুল প্রোগ্রাম এ নিয়োজিত আছি। গরিবদের কষ্টের কথা চিন্তা করে সামান্য উদ্দ্যেগ নিয়েছি।