খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন উপলক্ষে গত ১৪ আগষ্ট ২০১৭খ্রিঃ তারিখে প্রেস ক্লাব ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট লেখক ও সাংবাদিক মোঃ রুহুল আমিন প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক এসএম বিপ্লব ইসলাম, নুর আলম আকন্দ, আব্দুল হান্নান আকন্দ, হাফিজুল হেলালী বাবু, এসএম জহুরুল ইসলাম, আবু জাফর মন্ডল প্রমুখ। পরে সর্ব সম্মতিক্রমে ১৪ সদস্য বিশিষ্ট হরিনাবাড়ী প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সভাপতি পদে এসএম জহুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবু জাফর মন্ডল, সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রুবেল, যুগ্ম সম্পাদক হেদায়েত উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক একেএম সালাহউদ্দিন (কাসেম), কোষাধ্যক্ষ এম হাসান আলী, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কার্যকরী সদস্য পদে এসএম বিপ্লব ইসলাম, নুর আলম আকন্দ, আব্দুল হান্নান, শাহ আলম ও শাহীন আকন্দ। এছাড়াও প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন হাফিজুল হেলালী বাবু ও মোঃ রুহুল আমিন প্রধান।