খবরবাড়ি ডেস্কঃ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউপির পশ্চিম নয়ানপুর বাঁধ সোমবার দুপুরে পরিদর্শনে আসেন রংপুর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মাসুদ।
গত কয়েক দিনের বন্যায় বাঁধের বেশ কিছু অংশে ধস দেখা দেওয়ায় অত্রালাকার মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নয়ানপুর বাঁধের আশপাশের এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করার পরামর্শ প্রদান করা হয়। বাঁধের ভাঙ্গন ঠেকাতে কাজ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। খুব স্বল্প সময়ে তারা বাঁধ রক্ষায় সফলতার মুখ দেখে। তাদের অক্লান্ত পরিশ্রমে বন্যার হাত থেকে রক্ষা পায় পলাশবাড়ী উপজেলার কয়েকটি ইউনিয়নের লাখ লাখ পরিবার।
এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে রংপুর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মাসুদ, নয়ানপুর বাঁধ পরিদর্শন করেন। এসময় কর্নেল মিজান, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান আবু তালেব সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ তোফাজ্জল হোসেন ও থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম উপস্থিত ছিলেন।