গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল সোমবার করতোয়া নদীর পানি কাটাখালী পয়েন্টে ৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত রোববার দুপুরে গোসল করার সময় কাটাখালী ব্রীজ সংলগ্ন করতোয়া নদীতে ডুবে হাতিয়াদহ গ্রামের আলম সরকার কন্যা নিলা খাতুন নিখোঁজের ২৪ ঘন্টা পরেও তার লাশ উদ্ধার হয়নি। দুপুরে গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীদল দীঘ সময় তল্লাশী চালিয়েও তার লাশ না পাওয়ায় তাদের অভিযান স্থগিত ঘোষনা করেন।
এদিকে বিভিন্ন স্থানে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করলেও অধিকাংশ এলাকায় বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, গো-খাদ্য ও দুর্গত এলাকায় স্যানিটেশন সমস্যা দেখা দিয়েছে। বন্যায় আক্রান্ত হওয়ায় ৭ দিন পেরিয়ে গেলেও তেমন পানি না কমায় আশ্রিত বানভসি মানুষের দুর্ভোগ আরোও বেড়েছে। তারা ঘরে ফিরতে পারছে না।
এখনও গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে ৩ ফুট পানি প্রবাহিত হওয়ায় এই সড়কে ভারি যানবাহন চলাচল এখনও বন্ধ রয়েছে। বন্যা কবলিত এলাকায় বেশ কয়েক দিন ধরে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গোবিন্দগঞ্জের বিভিন্ন স্থানে বন্যার্ত মানুষের মাঝে সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও পৌর মেয়র আতাউর রহমান সরকার ত্রাণ বিতরণ করেছেন। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, উপসহকারী প্রকৌশলী মতিউর রহমান, হরিরামপুর ই্উনিয়ন আওয়ামীলীগ সভাপতি ছবদের আলী ও সাধারন সম্পাদক বাদল মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বন্যাকবলিত মানুষের মাঝে বিএনপি’র পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।