
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠণের যৌথ উদ্যোগে আয়োজিত ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক র্যালী বোনারপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাঘাটা উপজেলা আওয়ামলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদুর সভাপতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বকুল। উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক শাহ মোখলেছুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক, হাবিজার রহমান, উপজেলা যুবলীগ সভাপতি, হারুন অর রশিদ হীরু, সাধারণ সম্পাদক, নাছিরুল আলম স্বপন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আহ্বায়ক মোঃ জুলফিকার রহমান লিখন, আওয়ামীলীগ নেতা মফিজুল হক, পদুমশহর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোনায়েম হোসেন মন্ডল, কচুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আতিকুর রহমান, কচুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সেরেকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব কুমার প্রমূখ।