গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সোমবার সকালে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখা এই আলোচনা সভা ও র্যালির আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
আলোচনা সভায় জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শহর আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সাধারণ সম্পাদক আলহাজ্ব এমারুল ইসলাম সাবিন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, মাহবুবুল আলম কোট, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, আ’লীগ নেতা নির্বানেন্দু বর্মণ ভাইয়া, ফুলছড়ি যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, সুন্দরগঞ্জ যুবলীগ সভাপতি রেজাউল করিম রেজা, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাহাত মাহমুদ রনি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা যুবলীগ সাধারণ স¤পাদক শাহ আহসান হাবিব রাজিব। পরে একটি বিশাল শোক র্যালি জেলা শহর প্রদক্ষিণ করে।