গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই পরিচয় দিয়ে সড়কে ট্রাক থামিয়ে ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় রফিকুল ইসলাম রতন (৩১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। রোববার রাত ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে সদর উপজেলার তুলসীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রফিকুল সাদুল্যাপুর উপজেলার পশ্চিমপাড়া এলাকার (অবসরপ্রাপ্ত) সেনা সদস্য আলহাজ নেফাজ উদ্দিনের ছেলে।
গাইবান্ধা সদর থানার এসআই যতিশ চন্দ্র বলেন, রফিকুল ইসলাম রতন মোটরসাইকেল নিয়ে সন্ধ্যার পর থেকে ডিবি’র এসআই পরিচয় দিয়ে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের বিভিন্ন জায়গায় ট্রাক থামিয়ে টাকা আদায় করে। রাত ৯টার দিকে রতন তুলসীঘাট ব্রিজের পাশের একটি দোকানে গিয়ে সিগারেটের প্যাকেট নেয়। দোকান মালিক টাকা চাইলে রতন নিজেকে ডিবি পুলিশের এসআই ইকবাল বলে পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায়। তার কথাবার্তায় দোকান মালিক ও স্থানীয় লোকজনের সন্দেহ হলে কথাবার্তার এক পর্যায়ে কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় রতন। রাত ১০টার দিকে রতন আবারও পল¬ীবিদ্যুৎ অফিস এলাকায় ট্রাক থামিয়ে টাকা আদায় করতে থাকে। এসময় স্থানীয়রা তাকে আটক করে চ্যালেঞ্জ করে। পরে খবর পেয়ে মোটরসাইকেলসহ রতনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
সদর থানার ওসি খান মোহাম্মদ শাহারিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে রতন নিজেকে পুলিশের এসআই ইকবাল পরিচয়ে প্রতারণা করে আসছিলো।