গাইবান্ধা প্রতিনিধিঃ উত্তর বঙ্গের দরিদ্র ও হতদরিদ্র মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন তথা দারিদ্র পরিবারের সদস্যদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাসন, মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি, নারীর ক্ষমতায়ন, দুর্যোগের ঝুকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, সুশাসন নিশ্চিতকরনে সহযোগিতা প্রদান সহ সামগ্রীক উন্নয়নের লক্ষ্যে এসকেএস ফাউ-শন কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পল্লী কর্ম সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় গাইবান্ধা জেলার যমুনার ভাঙ্গন কবলিত সাঘাটা উপজেলার সাঘাটা ও কামালের পাড়া ইউনিয়নে সমৃদ্ধি নামক কর্মসুচি বাস্তবায়ন করে যাচ্ছে। উক্ত কর্মসুচির উন্নয়নে যুবসমাজ কার্যক্রমের আওতায় ”যুব সমাজের আতœ উপলব্ধি, নের্তৃত্ত্ব বিকাশ ও করনীয় নির্ধারন শীর্ষক দুই দিনব্যপি প্রশিক্ষণের আজ ৬ষ্ঠ ব্যাচের সমাপ্তি হল। উক্ত সমাপণী অনষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন সুইট।
উল্লেখ্য যে এ কার্যক্রমের আওতায় সাঘাটা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে নির্বাচিত ৩০ জন যুব-যবতিকে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে যাতে করে তারা নিজের আতœ উপলদ্ধির মাধ্যমে নিজেদের একজন সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।