খবরবাড়ি ডেস্কঃ বন্যার পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৬১টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও স্কুল-কলেজ এবং মাদ্রাসা ১২টিসহ মোট ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে গেছে। সেই সাথে শনিবার থেকে শুরু হতে যাওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা বন্ধ ঘোষনা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফী জানান, বন্যার পানি বৃদ্ধি পেয়ে উপজেলার ৬১টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় এ সকল বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে উপজেলায় শনিবার থেকে শুরু হতে যাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান জানান, উপজেলায় স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ ১২টি শিক্ষা বন্যায় পানি উঠায় এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। বন্যার পানির কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না।