গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা এলাকার লুৎফর রহমান (৫৯) নামের এক শ্বশুর তার পুত্রবধু (২৮) কে ধর্ষণের চেষ্টা করেছে মর্মে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাদুল্যাপুর থানায় একটি মামলা দায়ের হওয়ায় অভিযুক্ত লুৎফর রহমানকে আটক করে রোববার সকালে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে রেলওয়ে পুলিশ সদস্য লুৎফর রহমান কিছুদিন আগে বাড়িতে ছুটিতে আসেন। লুৎফর রহমানের ছেলে রবিউল ইসলাম জীবিকার তাগিদে মালয়েশিয়া বসবাসরত। এ সুবাদে দুই সন্তানের জননী ওই পুত্রবধুকে প্রায়ই উক্ত্যাক্ত করে আসছিল শ্বশুর লুৎফর রহমান।
একপর্য়ায়ে গত শুক্রবার দিবাগত রাতে ওই পুত্রবধু তার সন্তানদেরকে নিয়ে শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। এদিকে লম্পদ শ্বশুর লুৎফর রহমান ঘরে ঢুকে ঘুমন্ত পুত্রবধুকে মুখ চেপে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় বধুটি ইজ্জত রক্ষার্থে চিৎকার দেয়। পরে আশ-পাশের লোকজনে ছুটে এসে ওই বধুকে উদ্ধার করে এবং লুৎফর রহমানকে আটক করে নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নের নিটক সোপর্দ করেন। এ ঘটনায় ওই পুত্রবধু বাদি হয়ে শনিবার সাদুল্যাপুর থানায় মামলা দায়ের করেছে। এ বিষয়ে চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত লুৎফর রহমানকে আটক করে রোববার সকালে গাইবান্ধা জেল হাজতে পাঠানো হয়েছে।