বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হোসাইন-উজ-জামান চৌধুরী আজ ভোর রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিøাহে..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়ায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়ায় নিয়ে যাওয়া হয়।
আগামী শুক্রবার বাদ আছর মরহুমের কুলখানি উত্তরার তিন নম্বর সেক্টর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
তার পারিবারিক সূত্রে এ তথ্য জানা যায়।
হোসাইন-উজ-জামান চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথকভাবে শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
হোসাইন-উজ-জামান চৌধুরীর (৮৩) মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা আজ দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অুনষ্ঠিত হয়। এর আগে আজ সকাল ১০ টায় উত্তরার ৩ নং সেক্টরে স্থানীয় জামে মসজিদে প্রয়াত সাংবাদিকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ জানাজায় সিনিয়র সাংবাদিকগণ,সাংবাদিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের বিশিষ্ট ব্যাক্তিবর্গ অংশ নেন।
জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জানাজার আগে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভুইয়া, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ।
তারা বলেন, মরহুম হোসাইন-উজ-জামান চৌধুরী ছিলেন দেশের একজন কীর্তিমান সাংবাদিক। মুক্তিযুদ্ধের পক্ষে মানবিক সমাজ নির্মাণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠায় তিনি কাজ করেছেন। তিনি অসাম্প্রদায়িক ও প্রগতিশীলতার প্রশ্নে কখনও আপস করেননি। তিনি ছিলেন সাংবাদিক সমাজের একজন বহুমাত্রিক গুনসম্পন্ন ব্যক্তিত্ব।
জাতীয় প্রেসক্লাবের জানাজা নামাজ শেষে মরহুমের কফিনে পুস্পার্ঘ প্রদান করে বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিবর্গ শেষ শ্রদ্ধা জানান। পুস্পার্ঘ প্রদান করে শ্রদ্ধা জানান,জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পার্ঘ প্রদান করে শ্রদ্ধা জানান হয়।
মরহুম গত ১ মার্চ রাতে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তিনি শ্বাসকষ্ট ও হৃদরোগসহ জটিল রোগে ভুগছিলেন।
উল্লেখ্য, তিনি ১৯৯৬ ও ১৯৯৯ সালে দুই দফায় বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হোসাইন-উজ-জামান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্যমন্ত্রী তার শোকবার্তায় হোসাইন-উজ-জামান চৌধুরীর কর্মময় সাংবাদিক জীবনের কথা স্মরণ করে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবার এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
হোসাইন-উজ-জামান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।সূএ বাসস