সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ বন্যার কারণে সুন্দরগঞ্জ উপজেলাসহ গাইবান্ধা জেলার প্রাথমিক স্কুলের হয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার হতে গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় প্রাথমিক স্কুলের হয় সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তুু বন্যার কাবণে তা স্থগিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। অপর দিকে সুন্দরগঞ্জ উপজেলার ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, বন্যার পানি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়ায় ২৬টি প্রাথমিক, ১১টি মাধ্যমিক এবং বন্যা শিবির করার কারণে ১৬টি প্রাথমিক স্কুলের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। যার কারণে শিক্ষার্থীদের লেখাপড়া অনেক দুর পিছিয়ে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। বেলকা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক লাল মিয়া জানান বন্যার পানি নেমে যাওয়ার পর স্কুল মেরামত করে পাঠদান কার্যক্রম শুরু করতে আরও কতদিন লাগবে তা বলা যাচ্ছে না। তিনি বলেন বন্যার পর যদি অতিরিক্ত ক্লাস নেয়া না হয় তাহলে ছেলে মেয়েদের অনেক ক্ষতি হবে।
উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত শামছুল আলম জানান, বন্যা প্রাকৃতিক দুর্যোগ। এখানে মানুষের করার কিছু নাই। তবে আমরা চেষ্টা করব অতিরিক্র ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুশিয়ে দিতে।