গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুরে গতকাল শনিবার বন্যাকবলিত দুই শতাধিক মানুষের মাঝে খিচুরি ও ডিম বিতরন করেন সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস। সাদুল্যাপুরের বনগ্রাম ও কামাড়পাড়া ইউনিয়নের বানভাসি মানুষেরা আশ্রয় নিয়েছে সাদুল্যাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এখানে প্রায় একশত পরিবার আশ্রয় নিয়েছে এই সব মানুষের মধ্যে শনিবার দুপুরের খাবার বিতরন করেন সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্য ফরহাদ ইমরুল কায়েস। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ ইমরান, এসআই রামজীবন সহ আরো অনেকে। ওসি ফরহাদ ইমরুল কায়েস বলেন আমরা নিজেদের অর্থায়নে বানভাসি মানুষের জন্য আজকের দুপুরের খাবারের ব্যবস্থা করেছি। তিনি বন্যাকবলিত মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।